Connecting You with the Truth

পীরগাছায় শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

পীরগাছা প্রতিনিধি, রংপুর:
রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল কেড়ে নেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ওই শিক্ষকের সহকর্মী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ চৌধুরানী বাজারে মানববন্ধন করে।
এসময় তারা রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ করে রাখলে উভয় পার্শ্বে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, চৌধুরানী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোন্নাফ হোসেন, কৈকুড়ী ইউনিয়ন আওয়ামী লীগ এবং ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম, শিক্ষক মিজানুর রহমান, মেরিনা আক্তার মেরি, হ্যাপী আক্তার প্রমুখ।
উল্লেখ্য, রবিবার সকালে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক উপজেলার মোংলাকুটি গ্রামের আলহাজ্ব শামসুল হক মন্ডলের ছেলে মন্ডল সৈয়দ আহম্মেদ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে একদল সন্ত্রাসী তার পথরোধ করে তাকে হত্যার চেষ্টা চালায়। ঐ সময় সন্ত্রাসীরা ওই শিক্ষককে ধারালো ছোরা দিয়ে কুপিয়ে জখমসহ সঙ্গে থাকা মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা ওই শিক্ষককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Comments
Loading...