Connecting You with the Truth

পুষ্পৃতোমার অপেক্ষায়

02-rajnikanth-photosবিনোদন ডেস্ক:

২০১৩ সালের ২৮ জুলাই ছেলে সন্তানের মা হয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী নোভা ফিরোজ। যে কারণে এক বছরেরও বেশি সময় তিনি অনেকটাই অনিয়মিত ছিলেন অভিনয়ে। এখন আবারো অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন নোভা। ছেলে সান্নিধ্য আর অভিনয় এই নিয়েই কাটছে এখন নোভার সময়। গত শুক্রবার তিনি প্রথমবারের মতো তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়ক রিয়াজের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তিনি। রায়হান খানের রচনা ও পরিচালনায় ‘পুষ্প তোমার অপেক্ষায়’ নাটকে রিয়াজ ও নোভা প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন।
নিজের অভিনয় ক্যারিয়ারের অনেক বড় এক প্রাপ্তি হিসেবে বিবেচনা করে নোভা বলেন, ‘বলা যায় আমার অনেক স্বপ্ন ছিল রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করার। আমি অনেক বেশি কৃতজ্ঞ নির্মাতা রায়হান খানের কাছে যে তিনি আমাকে স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। রিয়াজ ভাই একজন সুপারস্টার হয়েও তারমধ্যে একজন যে সাধারণ মানুষকে আমি দেখেছি, সত্যিই তাতে মুগ্ধ আমি। একজন মানুষ এত বিনয়ী আর এত সহযোগিতা পরায়ণ হতে পারেন তা আমার জানা ছিল না।’
নোভার সঙ্গে প্রথম কাজ করা প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘গল্পটা খুব ভালো লেগেছে। তাই কাজটি করেছি। নোভা অভিনয়ে বেশ সাবলীল। খুব সহজে চরিত্রের গভীরে যেতে পারেন। কাজটি সত্যিই খুব ভালো লেগেছে।’ বিয়ের আগে এবং বিয়ের পরে প্রেমিক প্রেমিকা ও স্বামী স্ত্রীর ভালোবাসা থাকা, হারিয়ে যাওয়া এবং তা ফিরে পাওয়ার আনন্দ নিয়েই নাটকের গল্প। ‘আইডিয়া’ প্রযোজিত ‘পুষ্পৃতোমার অপেক্ষায়’ নাটকে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খন্দকার আরিফ ও ফজলুর রহমান বাবলু। আসছে ভালোবাসা দিবসে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
এদিকে রিয়াজ সম্প্রতি শেষ করেছেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ চলচ্চিত্রের কাজ। এ ছাড়া তিনি কায়সার আহমেদের নির্দেশনায় ‘আইসক্রিম ও অনুভূতি’ নাটকের কাজ শেষ করেছেন। এদিকে নোভা ফিরোজ অভিনীত রুলীন রহমান পরিচালিত ‘জুয়াড়ি’ বৈশাখী টিভিতে, ফয়সাল রাজীবের ‘জীবন থেকে নেয়া এই শহরের গল্প’ চ্যানেল আইতে এবং বাংলাভিশনে তারই উপস্থাপনায় ‘সৌন্দর্যকথা’ নিয়মিতভাবে প্রচার হচ্ছে। মাঝে অভিনয়ে বিরতি দিলেও এখন থেকে নোভা নিয়মিত অভিনয় করবেন বলে জানান।

Comments
Loading...