Connecting You with the Truth

পেট্রোল বোমায় নিহত ট্রাক ড্রাইভার ইমরানের পরিবারকে প্রধান মন্ত্রীর কল্যাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা চেক প্রদান।

madhukhali chaq bitoron picমধুখালী থেকে রেজাউল করিম তুহিন : ফরিদপুরের মধুখালী উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুরে মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে পেট্রোল বোমা নিক্ষেপে নিহত ট্রাক ড্রাইভার ইমরান মোল্যার পরিবারের সদস্যদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার।
অনুদান প্রাপ্তরা হলেন নিহত ট্রাক ড্রাইভার ইমরানের পিতা মো. সিরাজ মোল্যা (২ লক্ষ), ইমরান মোল্যার দুই স্ত্রী লাবলী বেগমও সালমা বেগম(৬ লক্ষ) এবং এক ছেলে লামিম মোল্যা ও এক মেয়ে ইয়াসমিন আক্তার (২ লক্ষ)। চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি গোলাম মুনসুর নান্নু, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা খাতুন, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ বিএনপির জামাতের হরতাল অবরোধের সময় মাগুরায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করায় মধুখালী উপজেলার রাজধরপুর গড়িয়াদহ গ্রামের বাসিন্দা মো. সিরাজ মোল্যার ছেলে ট্রাক ড্রাইভার ইমরান মোল্যা নিহত হয়।

Comments
Loading...