Connecting You with the Truth

প্রকাশিত সংবাদকে মিথ্যা দাবি করে তীব্র নিন্দা জানালেন ওসি নজরুল ইসলাম

গাজীপুরের কোনাবাড়ী থানার ওসি নজরুল ইসলাম মামলার ভয় দেখিয়ে দুই লাখ টাকা নেওয়ার অভিযোগ সংক্রান্ত একটি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি ১০ জানুয়ারি ২০২৫ তারিখে যুগান্তর অনলাইনে প্রকাশিত “মামলার ভয় দেখিয়ে ২ লাখ টাকা নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে” শিরোনামের সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন।

ওসি নজরুল ইসলাম এক বিবৃতিতে জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাজার এলাকায় এক ওষুধ ব্যবসায়ীকে ধরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, অভিযুক্ত নূরুল ইসলাম (৪৫) কে গ্রেফতারের পর মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে নূরুল ইসলাম কোনো প্রমাণ দেখাতে পারবে না বলেও তিনি দাবি করেন।

সংবাদটির মাধ্যমে পুলিশকে হেয় করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, “যুগান্তরে প্রকাশিত সংবাদটি অভিযুক্ত ও কিছু স্বার্থান্বেষী মহলের যোগসাজশে ষড়যন্ত্রমূলকভাবে তৈরি করা হয়েছে। জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে রাজধানী হোটেল অ্যান্ড রেস্তোরাঁর সামনে রাস্তার ওপর ইচ্ছাকৃতভাবে চেঁচামেচি করার ঘটনায় অভিযুক্ত নূরুল ইসলামকে আটক করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়।”

তিনি বলেন, “গাজীপুরে পুলিশ জনগণের জানমালের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরূপ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের ফলে পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। এটি পুলিশের কাজে ব্যাঘাত সৃষ্টি করে।” ওসি নজরুল ইসলাম বলেন, “মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হয়ে পুলিশকে সঠিকভাবে কাজ করার সুযোগ দেওয়া উচিত।”

Comments
Loading...