Connecting You with the Truth

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

undp

নিজস্ব প্রতিনিধি:   বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং নারী শিক্ষার হার বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ফলেই তা অর্জন করা সম্ভব হয়েছে। এ সময় বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশি সেনাদের সফল ভূমিকায়, জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ফলে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত হয়েছে, দেশের মানুষ দুর্ভোগে পড়েছে।

Comments
Loading...