Connecting You with the Truth

প্রশ্ন তুলেছেন শোয়েব আখতারও

Salaam-Sachin-2স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের শুরু থেকেই আইসিসি ভারতকে বিভিন্ন অনৈতিক সুবিধা দিয়ে আসছে। কোয়ার্টার ফাইনালেও যে তেমন কিছু ঘটতে পারে সেটা আগ থেকেই আশঙ্কা করা হচ্ছিল। বাংলাদেশের বিপক্ষে আম্পায়াররা বেশ কয়েকটি ‘বাজে’ সিদ্ধান্ত দিয়ে সেই আশঙ্কাকে সত্যি প্রমাণ করলেন। এদিকে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালের ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক তারকা ও গতি দানব শোয়েব আখতার। বাজে আম্পায়ারিংয়ের জন্য তিনি আম্পায়ারদের সমালোচনা করেন। তার সমালোচনা থেকে বাদ যাননি স্বদেশি আম্পায়ার আলিম দারও। বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত ম্যাচে চলাকালে একের পর এক টুইটবার্তায় বাংলাদেশকে সমর্থন জানান শোয়েব। এরই ফাঁকে আলিম দারের প্রতি অসন্তুষ্টি জানিয়ে টুইট করে সাবেক এই পাক তারকা। টুইটবার্তায় তিনি বলেন, ‘পাকিস্তানের আলিম দার ভারতকে ‘মওকা’ দিলেন।

Comments
Loading...