প্রাণভিক্ষা বিষয়ে জানতে কারাগারে দুই ম্যাজিস্ট্রেট
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা বিষয়ে জানতে দুই ম্যাজিস্ট্রেট আজ কারাগারে যান। তবে গণমাধ্যমের সঙ্গে কোন কথা বলেননি তারা।
শুক্রবার সকাল পৌনে দশটায় কেন্দ্রীয় কারাগারে আসেন দুই ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও তানভীর মোহাম্মদ আযিম। এরপর তারা কেন্দ্রীয় কারাগারের ভিতরে যান কামারুজ্জামানের প্রাণভিক্ষা বিষয়ে জানতে। দুই ম্যাজিস্ট্রেট কেন্দ্রীয় কারাগারে ঢোকার পরপরই প্রধান জেলসুপার ফরমান আলীও কারাগারে আসেন। ঘণ্টাব্যাপী কারাগারের ভেতরে অবস্থানের পর বেরিয়ে আসেন দুই ম্যাজিস্ট্রেট। তবে গণমাধ্যমের সঙ্গে কোন কথা না বলে তারা চলে যান।
গত ৮ এপ্রিল সন্ধ্যায় আলবদর কমান্ডার ও জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউয়ের রায় কারাগারে পৌঁছানোর পর, রায়টি তাকে পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।