প্রেম প্রত্যাখান করায় কলেজ ছাত্রী’র আত্মহুতির হুমকি
রেজাউল করিম তুহিন, ফরিদপুর: প্রেমিক প্রেম প্রত্যাখান করায় বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রী আত্মহুতির হুমকি দিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ফরিদপুরের আলফাডাঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজে।
মেয়ের পারিবারিক সুত্রে জানাযায়, আলফাডাঙ্গা কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক বিরেন্দ্র কুশারী বিল্পব। বোয়ালমারী উপজেলাধীন কাদিরদী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ২য় বর্ষের (স্বজাতী) এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সুবাধে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাঁর সর্বস্ব লুটে নেয় । মেয়েটি ঐ শিক্ষককে বিয়ের কথা বললে প্রেমিক শিক্ষক বিয়ে করতে অস্বিকার করে। এ ছাড়াও সে অন্য জায়গায় বিয়ে ঠিক করে। ঐ ছাত্রী প্রথমে বিষয়টি অধ্যক্ষ মনিরুল হক শিকদারের কাছে জানান । সেখানে সমাধান না পেয়ে আলফাডাঙ্গা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর কাছে অভিযোগ করেন। এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও সাংবাদিকদের জানান, ওই শিক্ষক এবং তাঁর পরিবার হাজির না হওয়ায় মেয়েটিকে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি রবিবার ওই শিক্ষকের বিয়ের আশীর্বাদ রয়েছে বলে জানাগেছে। মেয়েটি সাংবাদিকদের জানান বিরেন্দ্র এর সাথে বিয়ে না হলে তার আত্মহত্যা ছাড়া উপায় নাই। এ ব্যাপারে বিরেন্দ্র এর মোবাইল ফোনে (০১৭১৯২৮৬৪০৫) ১৮ ফেব্রুয়ারী ৪টা ৪৫ মিনিটে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেনি।