ফিফা ব্যালন ডি’অর মেসি-রোনালদোর ব্যক্তিগত সম্পদ!
স্পোর্টস ডেস্ক:
ফিফা ব্যালন ডি’অর ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি’র ব্যক্তিগত সম্পদ হিসেবে মন্তব্য করেছেন বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার ফ্র্যাঙ্ক রিবেরি। এছাড়া পুরষ্কারটি রাজনৈতিক দিক বিবেচনা করে দেয়া হয় বলেও মনে করেন তিনি। এ বিষয়ে রিবেরি বলেন, যতদিন রোনালদো এবং মেসি ব্যালন ডি’অরের জন্য মনোনীত হবে তত দিন কোন ফুটবলারের পক্ষে এ সম্মানীয় পুরষ্কার জেতা সম্ভব নয়। ৩৩ বছর বয়সি এই স্ট্রাইকার আরও বলেন,গত সাত বছর এই পুরষ্কার গেছে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির ঘরে। তাই আগামী দিনেও এর ব্যতিক্রম হবে না। তাই ফুটবলারদের উচিত হবে আগামীতে এই পুরষ্কার বর্জন করা। উল্লেখ্য, ২০১৩ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় তিন নম্বরে ছিলেন রিবেরি। কিন্তু সেবার তাকে টপকিয়ে সেরার পুরস্কার জিতেছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি। আর ফিফা ব্যালন ডি’অর ২০১৪ জিতেছেন রোনালদো।