Connecting You with the Truth

ফিরতে চান বিজয় !

s-4স্পোর্টস ডেস্ক:
কোয়ার্টার ফাইনালে যখন লড়ছে বাংলাদেশ ঠিক তখন হাসপাতালের বেডে শুয়ে বাংলাদেশের খেলা টিভিতে দেখছেন এনামুল হক বিজয়। কিন্তু তার তখন মাঠের ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলার কথা ছিল। সর্বনাশা ইনজুরি কেঁড়ে নিয়েছে বিজয়ের কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্ন। গ্র“প পর্বে দল যখন এডিলেডে ইংল্যান্ডকে হারাচ্ছে, মেলবোর্নেই তখন এনামুল হক বিজয়ের কাঁধে অপারেশন চলছে। এ রকম হতাশা কিংবা কষ্টে এর আগে ভুগেন নি বিজয়। বিশ্বকাপে মাত্র দু ম্যাচ খেলেই তাকে দেশে ফিরতে হয়েছে। আসন্ন পাকিস্তান সিরিজেই মাঠে ফিরতে চান বিজয়। কিন্তু ঠিক কবে তিনি মাঠে ফিরছেন সেটা এখনো জানা যায়নি। অস্ত্রোপচার হয়েছে প্রায় এক সপ্তাহের বেশি হলো। তখন ধারণা করা হচ্ছিল, পাঁচ সপ্তাহ পর বিজয় পুরোপুরি ক্রিকেটে চলে আসতে পারবেন। কিন্তু সপ্তাহখানেক যেতেই তিনি বেশ ভালো অনুভব করছেন, নিজের কাজ হাত দিয়ে করতে পারছেন। বিজয়ের আশাও তাই একটু বেশি, ‘এক সপ্তাহে বেশ ভালো উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে। আর সপ্তাহখানেক পর হয়তো ব্যাট ধরতে পারবো। তারপর আরও কিছুদিন পরে হয়তো থ্রোয়িং, ফিল্ডিং শুরু হবে। আমার মনে হয়, ভালো উন্নতি হচ্ছে। এখন দেখা যাক। ফিজিও, চিকিতসকরা দেখে সিদ্ধান্ত নেবেন।’

Comments
Loading...