ফ্লোরিডায় শপিংমলে গুলি, নিহত ২
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি শপিং মলে এক বন্দুকধারীর গুলিতে শনিবার দুইজন নিহত এবং একজন আহত হয়েছে। মেলবোর্ন স্কয়ার মলের ফুড কোর্টে সকাল ৯ টা ২০ মিনিটের দিকে গুলির ঘটনা ঘটে বলে জানানো হয়েছে প্রাথমিক খবরে। পুলিশ হতাহতদের পরিচয় সনাক্ত করতে পারেনি। তাদের কেউ হামলাকারী ছিল কিনা তাও তারা নিশ্চিত করে জানাতে পারেনি। স্থানীয় ডব্লিউইএসএইচ২ টিভি চ্যানেলে এক প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বন্দুকধারী নিজেকেও গুলি করে আত্মহত্যা করেছে। মেলবোর্ন পুলিশ বলেছে, কর্মকর্তারা দ্রুতই হুমকি বুঝতে পেরে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। শপিং মলের পেছনের দরজা দিয়ে কর্মচারীদেরকে বের করে দেয়া পুলিশ। তারপর দোকানে দোকানে তল্লাশি চালিয়ে পুলিশ ভয়ের আর কিছু নেই বলে জানায়। কর্তপক্ষ ঘটনার তদন্ত শেষ না করা পর্যন্ত শপিং মলটি বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে এক বিবৃতিতে।