বগুড়ায় দুর্ঘটনায় ইজতেমা-ফেরত বাস, নিহত ৪
জেলা প্রতিনিধি, বগুড়া:
বগুড়ার শাজাহানপুরের বনানী মোড়ে ইজতেমা ফেরত একটি বাসের সঙ্গে আলুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গত রবিবার রাত পৌনে ২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে সংঘটিত এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। নিহতরা হলেন- হবিবুর রহমান, ইমতাজ আলী, আশরাফুল ও তসলীম উদ্দিন। তাদের সবার বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায়। শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, বিশ্ব ইজতেমা শেষে রোববার রাতে জোয়ানা এন্টারপ্রাইজের ওই বাসটি ভাড়া করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন মুসল্লিরা। বাসটি বনানী মোড়ে পৌঁছালে আলু বোঝাই ওই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গাড়ির ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে ওই অবস্থাতেই চালক আহতদের নিয়ে দ্রুত গাড়ি চালিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এলে সেখানে আরো তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানায় পুলিশ।