Connecting You with the Truth

বদলে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক:40fac-priyanka

নিজের বর্তমান লুকটা নিয়ে কিছুতেই খুশি হতে পারছিলেন না প্রিয়াঙ্কা চোপড়া। তাই প্রথমেই তিনি মাথার চুল থেকেই শুরু করলেন বদলে যাওয়ার অভিযান। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া নিজের হেয়ার স্টাইল পাল্টাতে হাজির হয়েছিলেন মুম্বাইয়ের নামকরা এক বিউটি সেলুনে। সেখানে তার সুদৃশ্য বেণি দুটো প্রথমেই ছেঁটে ফেলা হয়। এ বিষয়ে প্রিয়াঙ্কা এক টুইট বার্তায় জানান, বদলে যাওয়ার উপযুক্ত সময় এখন। আমি খুবই উত্তেজিত বিষয়টি নিয়ে। কেটে ফেলা হলো বেণী। এ সময় বিউটি সেলুনে বসা একটি ছবিও টুইটারে প্রকাশ করেন তিনি। এদিকে প্রিয়াঙ্কার ভক্তরা প্রিয় তারকার এমন কাণ্ডে অনেকটাই হতাশ হয়েছে। টুইটারে প্রিয়াঙ্কার ছবিতে কমেন্টস করে তারা এর প্রতিবাদ জানান।

Comments
Loading...