বনে ঘুরে বেড়াচ্ছে গুগলের রোবট ! (ভিডিওসহ)
গুগলের রোবট বানানোর একটি প্রতিষ্ঠান রয়েছে যার নাম বোস্টন ডাইনামিকস। এরা একটি রোবট বানিয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও-তে দেখা যায়, মানুষের সমান একটি রোবট বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে।
বিষয়টি সায়েন্স ফিকশন ছবির কোনো দৃশ্যে মতোই দেখাচ্ছিল। ‘অ্যাটলাস’ নামের ছয় ফুট উচ্চতার রোবটটি সিনেমার বিখ্যাত রোবট, যেমন সি-৩পিও এর মতো নয়। এটিকে চলার জন্যে পেছনে শক্তি জোগানোর জন্যে তার যুক্ত করা ছিল।
বোস্টন ডায়ানামিকস ওয়েবসাইটে বলা হয়, দুই পায়ের রোবটটি মানুষের মতোই চলাচলে সক্ষম। এটা জিনিস তুলতে পারে এবং এদিক-ওদিক চলাচলে সক্ষম। তা ছাড়া একটিকে বনে ছেড়ে দেখা হয়েছে, এমন চ্যালেঞ্জিং পরিবেশে তা চলাচল করতে পারে কিনা। যেহেতু বনের মধ্যে রোবটটি দিব্যি নিজের পথ খুঁজে নিয়ে চলতে পারছে, কাজেই তা আরো কঠিন কাজ করতে পারবে বলেই বিশ্বাস বিজ্ঞানীদের। সূত্র : বিজনেস ইনসাইডার
https://www.youtube.com/watch?v=NwrjAa1SgjQ&feature=youtu.be
বাংলাদেশেরপত্র/এডি/আর