বর্তমানে তপুর পথ চলা
মেয়ে, এক পায়ে নুপুর, একটা গোপন কথা সহ বেশ কিছু গান দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নেন কণ্ঠশিল্পী তপু। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার ‘আর তোমাকে’ শিরোনামে একটি মিউজিক ভিডিও। গানটির জন্য শ্রোতাদের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছেন বলে জানান তপু। বিশেষ করে প্রবাসী বাঙালিদের কাছ থেকে। গানটি অফিসিয়ালি প্রকাশ করেন রেদওয়ান রনির মালিকানায় অনলাইন টিভি চ্যানেল পপকর্ণ এর মাধ্যমে। কেন এই অনলাইন টিভির মাধ্যমে গানটি প্রকাশের সিদ্ধান্ত নিলেন জানতে চাইলে তপু বলেন, বিভিন্ন গান কিংবা গানের অ্যালবাম প্রকাশের জন্য যেমন বিভিন্ন গনমাধ্যমকে মিডিয়া পার্টনার করা হয় এটা তেমনিই। এ ছাড়া বাইরের দেশগুলতে অনলাইন চ্যানেলগুলো অনেক বেশি পরিচিত। কিন্তু আমাদের দেশে অনলাইন টিভি চ্যানেলগুলো তেমন পরিচিতি লাভ করেনি। এখন অনলাইনের যুগ। সুতরাং মানুষকে অনলাইন চ্যানেলগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদেরই। এজন্যই রেদওয়ান রনির সঙ্গে এমন একটি কিছু করার পরিকল্পনা করি। আশাকরি খুব তাড়াতাড়ি আমাদের পরিকল্পনা ফলপ্রসূ হবে। বর্তমান সময়ে মিউজিক ভিডিও ছাড়া গান মানুষের কাছে পৌঁছায় না বিষয়টি তপু কীভাবে দেখেন জানতে চাইলে তপু বলেন, এখন মিউজিক ভিডিও মানুষের কাছে গান পৌঁছানোর একটি মাধ্যম এটা ঠিক। কিন্তু আমার বিশ্বাস মিউজিক ভিডিও গান বিচারের মানদন্ড নয়। গান যদি ভালো হয় তবে সেই গান অডিওতেই দেরিতে হলেও মানুষের কানে পৌঁছাবে। বর্তমান কি নিয়ে ব্যস্ত আছেন জানতে চাইলে তপু বলেন, আমি আমার পরবর্তী একক অ্যালবামের কাজ শুরু করেছি। আশাকরি অ্যালবামটি আগামি রোজার ঈদে শ্রোতাদের হাতে তুলে দিতে পারব। এ ছাড়া আগামী ৩১ জানুয়ারি কুমিল্লায় এবং ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি ঢাকাতে স্টেজ শো আছে আমার। আরেকটি কথা, গত ১৫ জানুয়ারি প্রথমবারের মতো আমি বরিশাল ক্যাডেট কলেজে স্টেজ শোতে পারফর্ম করি। আমি বরিশাল ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি। তাই সেখানে প্রথমবারের মতো পারফর্ম করায় অন্যরকম একটি অনুভূতি কাজ করছে আমার ভেতর। এ ছাড়া আমি বর্তমানে ‘এভাবে না’ এবং ‘ঝলসানো মুখ’ শিরোনামে দুটি গানের মিউজিক ভিডিও করার পরিকল্পনা করছি। আশাকরি বছরের মাঝামাঝি ভিডিও দুটি প্রকাশ করতে পারব। সম্প্রতি হ্যাকারদের কবলে পড়েছিল তপুর ফেসবুক অ্যাকাউন্ট। ফলে তপুর অ্যাকাউন্ট এবং ভেরিফাইড পেজ থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রকাশ হওয়ায় বিভ্রান্তিতে পড়েন তপুর ভক্তরা। তবে বর্তমানে ফেসবুক পেজটি ফিরে পেয়েছেন তপু। সুতরাং এখন আর তার ভক্তদের বিভ্রান্তিতে পড়তে হবে না।