Connecting You with the Truth

বর্তমান সরকার নারী বান্ধব তাই নারীদের সকল ক্ষেত্রে অগ্রধীকার দেয় সরকার

 

Untitled2খাইরুল সিকদার,আশুুলিয়া :- বাংলাদেশ সরকার নারী বান্ধব তাই বিভিন্ন গুরুত্বপুর্ণ সরকারী মন্ত্রণালয়ে নারীদের অগ্রধীকার দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ১২ তম জাতীয় গাইড ক্যাম্প ২০১৫ মহা তাঁবু জলসা অুনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন মন্ত্রী।
মন্ত্রী এসময় আরো বলেন বর্তমান সরকার নারী বান্ধব তাই নারীদের প্রতি সরকারের সরকার বিশেষ ভাবে সবকাজে খেয়াল রাখে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না।তাই আমাদেরকে বঙ্গবন্ধুকে সারা জীবন মনে রাখতে হবে।মন্ত্রী এসময় গাইড সদস্যদের প্রতি সবসময়  সহযোগীতা করবে বলে আশ্বাস দেন।Untitled
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব নেছার উদ্দিন ভুইয়া। পরে মন্ত্রী গাইডস দের বিভিন্ন মহড়া উপভোগ করেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...