বাংলাদেশে প্রতি ১২ সেকেন্ডে খুলছে একটি ফেসবুক আইডি
বাংলাদেশে এই মুহূর্তে প্রতি ১২ সেকেন্ডে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট/আইডি খোলা হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জাতীয় সংসদে বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নবী নেওয়াজের (ঝিনাইদহ-৩) এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। নবী নেওয়াজ অভিযোগ করে বলেন, ফেসবুকে তার একটি অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু অজ্ঞাত ব্যক্তিরা তার নাম ও ছবি ব্যবহার করে আরো বেশ কয়েকটি অ্যাকাউন্ট পরিচালনা করছেন। এ থেকে পরিত্রানের কোন উপায় আছে কি না?
জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বৃহৎ এ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই নতুন করে বিভিন্ন রাজনীতিক, সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিরা যুক্ত হচ্ছেন। তাদের উচিত হবে অন্য কাউকে দিয়ে পরিচালিত না করে নিজের অ্যাকাউন্ট নিজেই পরিচালনা করা। এরপরেও যদি অ্যাকাউন্ট নিয়ে কোনো অভিযোগ থাকে তা চিহ্নিত করতে সরকারের সাইবার সিকিউরিটি ফোর্স নামে একটি বিভাগ রয়েছে। এছাড়া ০১৭৬৬৬৭৮৮৮৮ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানালে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। ফেসবুকসহ সব ধরনের সোস্যাল মিডিয়ার যেকোন অভিযোগ জানাতে ও সোস্যাল মিডিয়ার অপব্যবহার ও অপরাধ ঠেকাতেই এই হেল্পলাইন চালু করা হয়েছে বলে জানান তিনি। ফেসবুক বা ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা দিতে হেল্পলাইনটি বর্তমানে ২৪ ঘণ্টা চালু রয়েছে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক।
সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পীর প্রশ্নের জববাবে প্রতিমন্ত্রী বলেন, ৫ সেপ্টেম্বর ৪৮৭টি উপজেলায় ইন্টারনেট মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এটি হবে বিশ্বের সবচাইতে বড় ইন্টারনেট সপ্তাহ।
বাংলাদেশেরপত্র/এডি/আর