বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সমালোচনায় ভোগলে!
স্পোর্টস ডেস্ক:
সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম – এই দু’জনকে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের দুই স্তম্ভ বলে দিতে বিন্দু মাত্র দ্বিধা থাকার কথা নয় কারও মধ্যে। তবে, সেরা দুই ব্যাটসম্যানকে কেন ছয় ও সাত নম্বরে নামানো। এমন প্রশ্নটা আর সবার মতো ধারাভাষ্যকার হার্শা ভোগলের মনেও উদয় হয়েছে। আর সেই প্রশ্নের উত্তর এতোটাই অজানা যে, রীতিমত নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্টও করে দিলেন ভোগলে। বলেন, ‘বাংলাদেশের দুই সেরা ব্যাটসম্যান হলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তাদের ৬ ও ৭ নম্বরে নামানোর কোন যৌক্তিকতা নেই।’ আজও যেমন, মুশফিকুর রহিম আজ যখন ব্যাট করতে নামলেন ততক্ষণে ১০০ রানেই পাঁচ উইকেট চলে গেছে বাংলাদেশের। এর আগে সাকিব যখন ব্যাট করতে নামেন তখনও বাংলাদেশের স্কোর ছিল ৮৪ রানে চার উইকেট।