Connecting You with the Truth

বাংলা ছবিতে বিদ্যা

বিনোদন ডেস্ক:Vidya-Balan-latest-hot-pic-22
এক যুগ আগে গৌতম হালদারের বাংলা চলচ্চিত্র ‘ভালো থেক’তে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। আবারো তিনি বাংলা ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। কলকাতার স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা অভিজিৎ চৌধুরীর পরবর্তী ছবিতে অভিনয় করবেন তিনি। মিডডের খবরে জানা গেছে, বাংলা ভাষা ও পশ্চিমবঙ্গের প্রতি বিদ্যা বালানের আলাদা টান রয়েছে। সে কারণে সুযোগ পেলেই তিনি বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী হয়ে ওঠেন। তারই ধারাবাহিকতায় ৩৬ বছর বয়সী বিদ্যা বালান অভিজিৎ চৌধুরীর এ ছবিতে অভিনয় করতে একবাক্যে রাজি হয়েছেন। বর্তমানে বিদ্যা বালান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন। সেখান থেকে ফিরেই এ ছবির শ্যুটিং শুরু করবেন। এ প্রসঙ্গে বিদ্যা জানান, বাংলা চলচ্চিত্রের প্রতি বরাবরই তিনি আগ্রহী। তার প্রথম হিন্দি চলচ্চিত্র ‘পরিণীতা’তেও বাংলা ভাষার ব্যবহার রয়েছে। তিনি নিজেও শুদ্ধভাবে বাংলা বলতে পারেন। এমনকি তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘কাহানি’র শ্যুটিং ও কলকাতায় বিভিন্ন লোকেশনে করা হয়েছে। সূত্রটি আরো জানিয়েছে, বাংলা ছবি ‘ভালো থেক’তে অভিনয় করে বিদ্যার ক্যারিয়ার শুরু হয়েছিল। এরপর ‘পরিণীতা’ ছবির মাধ্যমে বলিউডে অবস্থান গড়ে নেন তিনি। আর ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানি’ ছবিগুলোর সুবাদে এখন প্রথম সারির নায়িকায় পরিণত হয়েছেন। তাই চলচ্চিত্র বোদ্ধাদের অভিমত, অভিজিতের বাংলা ছবিতে বিদ্যা বালান অভিনয় করলে দর্শক তা ভালোভাবেই গ্রহণ করবেন।

Comments
Loading...