Connecting You with the Truth

বাঘায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু

download (9)রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘায় শাজাহান আলী (৫০) নামের এক কাপড় ব্যবসায়ী বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দিঘা দাবিয়াতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, গতকাল মঙ্গলবার ব্যাবসা প্রতিষ্ঠান থেকে ফিরে বেলা দেড় টায় গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশে এক আখ ক্ষেতে যায়। এসময় আখ ক্ষেতের পাশে লুজ তার দিয়ে এক বাড়ি থেকে অন্য বাড়িতে বিদ্যুতায়িত করা ছিল। ওই তারে বিদ্যুত স্পৃষ্ট ঘটনাস্থলে নিহত হয়। তিনি স্থানীয় দিঘা বাজারে সিট কাপড়ের ব্যবসা করেন বলে জানা গেছে।

বাংলাদেশেরপত্র/ এডি/ আর

Comments
Loading...