বাপ্পী-আঁচলের সুলতানা বিবিয়ানা
বিনোদন ডেস্ক:
আসছে ১৫ ফেব্র“য়ারি থেকে শুরু হচ্ছে বাপ্পী ও আঁচল অভিনীত ছবি ‘সুলতানা বিবিয়ানা’ এর কাজ। এটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। এ ছবিতে নতুন রূপে দেখা যাবে তাদের। ছবির গল্প লিখেছেন ফারুক হোসেন। এ ছবি প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘এ ছবিতে আমার চরিত্রের নাম সুলতান। রাজবাড়ী এলাকা থেকে আমার কাজ শুরু হবে। রোমান্টিক এক প্রেমের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।’ এদিকে পরিচালকের বড়পর্দার জন্য প্রথম কাজ এটি। তাই কোনো কমতি রাখতে চান না তিনি। হিমেল আশরাফ বলেন, ‘রাজবাড়ীর পর কুষ্টিয়া এবং এরপর যশোরের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের প্রস্তুতি নিচ্ছি। দর্শকরা লোকেশনের বাইরে গল্পেও চমক দেখতে পাবে।’ এ ছবিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করা আঁচল জানালেন, এখানে আমার চরিত্রের নাম থাকছে সোনালী। এটা বাপ্পীর সঙ্গে আমার ছয় নম্বর ছবি হতে যাচ্ছে। ছবিটি নিয়ে আশাবাদী আমি।