Connecting You with the Truth

বিএনপি ঘোষিত ২৪ ঘন্টার হরতাল কমল ১২ ঘণ্টা

images (2)

দেশেরপত্র ডেস্ক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দলটির পক্ষ থেকে প্রথমে ২৪ ঘণ্টা হরতাল আহ্বান করলেও তা পরে ১২ ঘণ্টা করা হয়েছে। তবে কী কারণে কমানো হয়েছে তা বলা হয়নি। দুপুরে দলের সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘গত রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমানের ওপর হামলা এবং তাকে গুলি করে গুরুতর আহত করার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী ১২ ঘণ্টার সর্বাত্মক হরতাল আহ্বান করা হয়েছে।’ বিজয় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার কথা জানান কবির রিজভী আহমেদ। সন্ত্রাস রোধে ১৪ দলের পক্ষ থেকে মহল্লা ব্যাপী যে কমিটি গঠনের ঘোষণা দিয়েছে তারও কঠোর সমালোচনা করেছেন তিনি।

Comments
Loading...