বিগ ব্যাশে কেভিন পিটারসেনের সর্ব্বোচ্চ সংগ্রহ
স্পোর্টস ডেস্ক:
শনিবার সিডনি থান্ডারের বিপক্ষে ৪২ বলে অপরাজিত ৬৭ রানের সুবাদে চলতি মৌসুমে অস্ট্রেলিয়া বিগ ব্যাশ টি-২০ লিগে সবচেয়ে কম ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রহকারী ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন বিতর্কিত ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন। মাত্র ছয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ২৬২ রান। বিগ ব্যাশে কেপি মেলবোর্ন স্টারসের হয়ে খেলছেন। জাতীয় দল থেকে বের হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত তার জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করছেন ইংল্যন্ডের সাবেক এই অধিনায়ক। তবে বোর্ড বিপক্ষে থাকার কারণে তা সম্ভব হয়ে উঠছেনা। তবে জবাবটা তিনি মাঠেই দিচ্ছেন। বিগ ব্যাশ লিগের চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন তিনি। এদিকে লিগে সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের নেতৃত্বে কেপি থাকলেও বাকি চার ব্যাটসম্যান হলেন
*ক্রিস লিন-ব্রিজবেন হিট – আট ইনিংস- ২৪৩ রান
*পিটার ফরেস্ট- ব্রিজবেন হিট – আট ইনিংস- ২৩৭ রান
*টিম লুডম্যান- অ্যাডিলেড স্ট্রাইকার্স-সাত ইনিংস-২৩৪ রান
*মাইকেল লাম্ব- সিডনি সিক্সার-সাত ইনিংস-২২৯ রান
প্রসঙ্গত, ২০১৪ সালে অ্যাশেজ সিরিজে অজিদের কাছে ধবলধোলায় হওয়ার পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কেভিন পিটারসেনকে দল থেকে বহিস্কার করে।