Connecting You with the Truth

বিশ্বকাপে “সঙ্গিহীন”ধোনীরা!

স্পোর্টস ডেস্ক:s-2
বিশ্বকাপে বিরাট যখন শতক হাঁকাবেন, তখন গ্যালারিতে দেখা যাবে না আনুষ্কার চওড়া হাসি! ভারতীয় ক্রিকেট কন্ট্রল বোর্ডের কড়া নিয়ম, ‘বিশ্বকাপে খেলোয়াড়দের সঙ্গে বান্ধবী তো নয়ই, থাকতে পারবেন না তাদের স্ত্রীরাও।’ ভারত সম্প্রতি অ্যাডিলেড এবং ব্রিসবেন টেস্ট হারার পর এ বিষয়ে নড়েচড়ে বসে। দেশটির বোর্ড বলছে, দেশের স্বার্থে খেলোয়াড়দের এটুকু ছাড় দেয়ার আহ্বান জানানো হবে। ভারতীয় বোর্ড সাধারণত খেলোয়াড়দের সঙ্গে তাদের স্ত্রীদের রাখার অনুমতি দেয়। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার জেরে বিশ্বকাপের মত বড় আসরে এই কড়াকড়ি আরোপ করল তারা। ইংল্যান্ডে দলের তারকা খেলোয়াড় কোহলির সঙ্গে ছিলেন তার বান্ধবী আনুষ্কা শর্মা। সমালোচনার আগুনে ঘি ঢালে কোহলির ফর্মহীনতা। ভারতীয় বোর্ড সূত্রের খবর, বান্ধবীতে শতভাগ নিষেধাজ্ঞা থাকলেও স্ত্রীদের বেলায় একটু ছাড় দেয়া হবে। বিশেষ প্রয়োজনে তারা স্বামীদের সঙ্গে দেখা করতে পারবেন।

Comments
Loading...