Connecting You with the Truth

বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের লড়াই!

স্পোর্টস ডেস্ক:s-10
আর ২০ দিন পর মাঠে গড়াবে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেটের একাদশতম আসরটি বসছে ওশেনিয়া মহাদেশের দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। যে মহাযজ্ঞে টেস্ট খেলুড়ে ১০টি দেশের সঙ্গে সঙ্গে আইসিসির সহযোগী চারটি দেশও অংশগ্রহণ করছে। বিশ্বকাপের প্রথম রাউন্ডে দুই গ্র“পে বিভক্ত হয়ে প্রত্যেকটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। যখন প্রত্যেক গ্র“প থেকে চারটি করে দল পরের রাউন্ডে অর্থাৎ সেরা আটে নাম লেখাবে। এরপর আসবে সেমিফাইনালের রোমাঞ্চ। তারপর কাক্সিক্ষত সেই মাহেন্দ্রক্ষণ। শিরোপা নির্ধারণের ফাইনাল ম্যাচ। এখন প্রশ্ন হলো- কোন দুটি দল ফাইনালে খেলবে। নানা মুনির নানা মত আসতেই পারে। তবে স্টিফেন ফ্লেমিং নিসংশয়। সাবেক নিউজিল্যান্ড অধিনায়কের দৃঢ় বিশ্বাস ২০১৫ বিশ্বকাপের ফাইনাল খেলবে স্বাগতিক দুই দেশই। নিউজিল্যান্ডের একটি পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্লেমিং বলেন, ‘আসন্ন বিশ্বকাপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তৃতীয় সেরার দৌঁড়ে থাকবে দক্ষিণ আফ্রিকা। আর বিশ্বকাপের ‘ডার্কহর্স’ ওয়েস্ট ইন্ডিজ।’

Comments
Loading...