Connecting You with the Truth

বিশ্ব মৈত্রী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির উদ্যোগে ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

ব্যুরো অফিস, চট্টগ্রাম:
বিশ্ব মৈত্রী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির উদ্যোগে ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সম্প্রতি এক সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় বিহারাধ্যক্ষ বিজয়ানন্দ ভিক্ষু সহকারী অধ্যক্ষ ধর্মানন্দ ভিক্ষু এবং বিশ্ব মৈত্রী বৌদ্ধবিহারের শাখা বিহার বড়গাং বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ সুগতলংকার ভিক্ষুর উপস্থিতিতে সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি বাবু পিপলু চাকমা। সভায় উপস্থিত ছিলেন প্রিয়দর্শী চাকমা, কিরণ জ্যোতি চাকমা, বঙ্গরতœ চাকমা, হেম চন্দ্র চাকমা, সমর কান্তি চাকমা, সন্দীপ চাকমা, সৈকত চাকমা, শুভাশীষ চাকমা, বেনজিন চাকমা, সম্পদ চাকমা, কালাধন চাকমা, দীপক চাকমা, এলিন চাকমা, পিপলু চাকমা, জগতজ্যোতি চাকমা, বিমলা তালুকদার, আলোরতন চাকমা, চৈতন্য বিকাশ চাকমা, সুব্রত চাকমা, সুশান্ত চাকমা, জুয়েল চাকমা, সর্বানন্দ চাকমা, অমর মনি চাকমা, শান্তিবরণ চাকমা, অসিম চাকমা, কুমার ধন চাকমা, মাহেন্দ্র চাকমা, জ্ঞানমিত্র চাকমা প্রমুখ।
সভায় আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার বিশ্ব মৈত্রী বৌদ্ধবিহারের ২৫ বছর পূর্তি পালন করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে বৌদ্ধবিহারের প্রধান পৃষ্ঠপোষক, উপদেষ্টামণ্ডলী, আজীবন সদস্য, সাধারণ সদস্য এবং বিহার প্রতিষ্ঠালগ্ন হতে সংশ্লিষ্ট সকল দায়িত্ববানদের নিমন্ত্রণ জানাবেন।
পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ প্রস্তাবিত জমি বন্দোবস্তীকরণ বিষয়ে পরিচালনা কমিটি থেকে একজনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগ্রাবাদস্থ বিশ্ব মৈত্রী বিহারটি পূর্ণাঙ্গ করার জন্য পার্বত্য চট্টগ্রাম তথা সারা বাংলাদেশে অর্থ সংগ্রহ, তহবিল গঠন ও একটি শক্তিশালী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave A Reply

Your email address will not be published.