বিয়ের পিঁড়িতে শুকতারা ও ইফতেখারুল ইসলাম
বিয়ের পিঁড়িতে বসেছেন জাতীয় মহিলা ক্রিকেট দলের তারকা আয়েশা রহমান শুকতারা। শুক্রবার রাতে খুলনার একটি অভিজাত হোটেলে শুকতারা আনুষ্ঠানিকভাবে জুটি বাঁধেন বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দলের ফিটনেস ট্রেইনার ইফতেখারুল ইসলামের সঙ্গে। জাতীয় মহিলা ক্রিকেটের তারকা শুকতারা ক্রিকেট ক্যারিয়ারে অনেকটাই সফল। ২০ বছর বয়সী শুকতারা ২২ গজের ক্রিজে বহু বোলারকে নাস্তানাবুদ করেছেন। লাল-সবুজের জার্সি গায়ে অনেক জয়ী ম্যাচের সফল তারকাও তিনি। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন, রুমানা আহমেদসহ বেশ কয়েকজন জাতীয় মহিলা দলের ক্রিকেটার উপস্থিত ছিলেন শুকতারার বিয়েতে।