Connecting You with the Truth

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালীতে কোরআন বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের আশু রোগমুক্তি কামনায় নোয়াখালীতে পবিত্র কোরআন মজিদ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. জহিরুল ইসলাম তারেক -এর উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সদর উপজেলার ২০টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন মজিদ তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে- মাদ্রাতুল ঈমান নোয়াখালী ও এতিম খানা, আল কারীম ইসলামিক রিচার্স সেন্টার এবং মধুসূদনপুর এতিমখানা ও মাদ্রাসা।

কোরআন বিতরণের সময় মো. জহিরুল ইসলাম তারেক বলেন, “দেশের দুই বর্ষীয়ান নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই ত্যাগের মাসে শিক্ষার্থীদের হাতে আল-কোরআন তুলে দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। কোরআনের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি অন্তরে -এটাই আমাদের একান্ত প্রার্থনা।”

বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং উদ্যোক্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে অসুস্থ নেতৃবৃন্দের আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.