Connecting You with the Truth

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট

BRU Photo-1_29.01বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করে ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
কর্মসূচি অনুযায়ী আগামী সোমবার সকাল ৯টা থেকে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এমনকি পরিবহনও বন্ধ থাকবে। এতে সমর্থন দিয়েছে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীকে অপসারণের দাবিতে আন্দোলন করে আসা ‘সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ’। গত বৃহস্পতিবার বেলা ১২টায় বিভিন্ন বিভাগের কয়েক হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনকারীরা এ ঘোষণা দেন। নিয়মিত ক্লাশ-পরীক্ষাগ্রহণ, ছাত্রদের আবাসিক হল চালু, ক্যাফেটেরিয়া চালু, ভর্তি পরীক্ষার নির্দিষ্ট তারিখ ঘোষণা ও গ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে গত ২৬ জানুয়ারি উপাচার্যকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় সাধারণ শিক্ষার্থীরা। এতে তিনি সাড়া না দেয়ায় এবং ভর্তি পরীক্ষা ১৫ মার্চের পর নেয়ার ঘোষণা দেওয়ায় শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা করে। ২৬ জানুয়ারি ক্যাম্পাসের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দেওয়া এবং সব কিছুর জন্য উপাচার্যকে দায়ী করে তার অপসারণ ও অবিলম্বে ভর্তি পরীক্ষাগ্রহণ করাসহ বিভিন্ন দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করে পাঁচ শতাধিক শিক্ষার্থী। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে আরও বলা হয়, উক্ত সংকট নিরসনে নির্দিষ্ট তারিখ জানাতে ব্যর্থ হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার এই কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের অধিকার আদায়ের আন্দোলন চলার ফলে বেরোবিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। গত ৩ ডিসেম্বর থেকে প্রশাসনিক ভবনে তালা ঝুলানো থাকায় কার্যত অচল রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। এবার একাডেমিক ভবনে তালা ঝুলালে কার্যত বেরোবি সম্পূর্ণ বন্ধ হয়ে পড়বে ।

Comments
Loading...