বেরোবি ক্যাফেটেরিয়ার কমিটির প্রধানের পদত্যাগ
বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ব্যবস্থাপনা কমিটির প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো: মতিউর রহমান । বুধবার রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) এর নিকট তিনি পদত্যাগপত্র দাখিল করেন।
প্রেরিত পত্রে পদত্যাগের কারণ হিসেবে তিনি লিখেছেন, ৪ (চার) মাসের বেশী সময় অতিক্রান্ত হলেও কমিটির সেক্রেটারির কার্যকর অংশগ্রহণের অভাবে কমিটির কোন সভা আহ্ববান করা সম্ভব হয়নি এবং ক্যাফেটেরিয়া চালুর বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করা যায়নি। বিষয়টি মৌখিকভাবে একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এ বিষয়ে কোন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
উল্লেখ্য ক্যাফেটেরিয়ার নির্মাণ কাজ সমাপ্তির প্রায় দু’বছর হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনীহার কারণে এটি চালূ হয়নি । গত ডিসেম্বরে উপাচার্যের অপসারণের দাবিতে শুরু হওয়া আন্দোলনের অন্যতম দাবি ছিল ক্যাফেটেরিয়া চালু করা । শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর দাবির মুখে গত ২৩/৪/২০১৫ তারিখে ১১ সদস্য বিশিষ্ট ক্যাফেটেরিয়া ব্যবস্থাপনা কমিটি করা হলেও সেটি কার্যত লোক-দেখানো ছিল মনে করছেন সংশ্লিষ্টরা । এই কমিটির সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক উপাচার্যের অত্যন্ত ঘনিষ্ট বলে পরিচিত নির্বাহী প্রকেৌশলী জাহা্ঙ্গীর আলম । যার বিরুদ্ধে ছাত্র-শিক্ষকদের অভিযোগের অন্ত নেই ।
বাংলাদেশেরপত্র/এডি/আর