Connecting You with the Truth

বৈছাআ’র তিন শীর্ষ নেতার পদত্যাগ

কয়েক মাস আগে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) কমিটি স্থগিত করা হয়। তবে রোববার পুনরায় কমিটি সচল করায় ফরিদপুর, চান্দিনা ও কুড়িগ্রামে সংগঠনের তিন নেতা পদত্যাগ করেছেন।

যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা শাখার মুখপাত্র জেবা তাহসিন দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। কুমিল্লার চান্দিনায় বৈছাআ’র উপজেলা সদস্য সচিব ও জেলা যুগ্ম আহ্বায়ক আবু হানিফ পদত্যাগ করেছেন।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, সাম্প্রতিক কিছু অনৈতিক কর্মকাণ্ড ও সংগঠনের চেতনার পরিপন্থি আচরণ আমাকে গভীরভাবে পীড়া দিয়েছে। তাই বিবেকের তাড়নায় এই পদে থেকে দায়িত্ব পালনের অপারগতা প্রকাশ করছি। কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখ্য সংগঠক মো. সাদিকুর রহমান পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। এ সময় জুলাই আন্দোলনের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে নতুনভাবে কমিটি গঠনের পরামর্শ দেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.