Connecting You with the Truth

বোদায় ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা কর্মশালা

বোদা প্রতিনিধি, পঞ্চগড়:
বোদা উপজেলার ময়দানদিঘী, ঝলইশালশিরি ও চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়।
গত কাল ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইএসডি’ও এর স্ট্রেদেনিং এলজিআইটু ইরাডিকেট ওয়াশ প্রোভার্টি (এসএলইডব্লিউপি) প্রকল্প ও ওয়াটার এইড বাংলাদেশ এতে সহযোগিতা করেন। ইউ’পি চেয়ারম্যান মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক পরিকল্পনা কর্মশালায় বক্তব্য রাখেন ইএসডি’ও ইউনিয়ন ফেসিলেটর মোছা. আয়শা ছিদ্দিকা, ইউনিয়ন সচিব মো. সফিউল রহমান, ইউপি সদস্য সফিকুল ইসলাম, ইউ’পি সদস্যা খতেজা বেগম প্রমুখ। এ সময় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউ’পি সদস্য ও ভিডিসির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুরূপ ঝলইশালশিরি ইউ’পি চেয়ারম্যান মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক পরিকল্পনা বক্তব্য রাখেন ইএসডি’ও ইউনিয়ন ফেসিলেটর মোছা. রেহেনা সুলতানা, ইউনিয়ন সচিব মো. শাহিন রহমান, ইউপি সদস্য খয়রুল ইসলাম, ইউ’পি সদস্যা খাদিজা বেগম প্রমুখ। এ সময় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউ’পি সদস্য ও ভিডিসির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুরূপ চন্দনবাড়ি ইউ’পি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক পরিকল্পনা কর্মশালায় বক্তব্য রাখেন ইএসডি’ও ইউনিয়ন ফেসিলেটর মোছা. লায়লা বেগম, ইউনিয়ন সচিব মো. আছির উদ্দীন, ইউপি সদস্য আশরাফুল ইসলাম, আনিছুর রহমান, জাকারিয়া, জাহাঙ্গীর, ইউ’পি সদস্যা সুফিয়া বেগম প্রমুখ।

Comments
Loading...