Connecting You with the Truth

বোল্ট-যুবরাজ দু’জনই হারলেন

s-4
স্পোর্টস ডেস্ক:
বিশ্বের গতিদানব জ্যামাইকান উসাইন বোল্ট ক্রিকেট মাঠেও সফল হলেন। ভারতের তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের দলকে হারালেন তিনি। তবে, যুবরাজের কাছে হেরে গেছেন দৌড় প্রতিযোগিতায়। এক চ্যারিটি ক্রিকেট ম্যাচে মঙ্গলবার রাতে বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে অংশ নেন বোল্ট এবং যুবরাজ। সেখানে এ ম্যাচ দেখতে হাজির হয়েছিল প্রায় ৬ হাজারেরও বেশি দর্শক। অলিম্পিকে ৬টি সোনাজয়ী স্প্রিন্টার বোল্ট সেভেন-এ-সাইডের এ ম্যাচে ব্যাট হাতে ১৯ বলে ৪৫ রান করে দলকে জেতান। ৪৫ রান করতে পাঁচটি ছক্কা হাঁকান তিনি। যার তিনটিই ছিল যুবরাজের বলে। ৪ ওভারের এ ম্যাচে আগে ব্যাটিং করে যুবরাজের দল করে ৫৮ রান। ৫৯ রান তাড়া করে যুবরাজের দলের বিপক্ষে হরভজন সিং ও বোল্টের দল শেষ বলে জয় পায়। ক্রিকেট ম্যাচ শেষে একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেন তারা। এখানে অবশ্য জয় ছিনিয়ে নেয় যুবরাজ। ১০০ মিটার স্প্রিন্টে বোল্টকে হারান ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ। তবে, ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডের মালিক বোল্ট যুবরাজের কাছে ইচ্ছে করে হারেন এ দৌড় প্রতিযোগিতায়।


Comments
Loading...