ব্রাজিলে কারা প্রাচীরে বিস্ফোরণ ঘটিয়ে বন্দীদের পলায়ন
আন্তর্জাতিক ডেস্ক: বিস্ফোরণ ঘটিয়ে ব্রাজিলের একটি কারাগারের প্রাচীর উড়িয়ে দিয়ে অন্তত ৪০ বন্দী পালিয়ে গেছে। ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলের পারনামবুকোয় এ ঘটনা ঘটেছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে,পারনামবুকোর ফেরি ড্যামিও ডি বোজান্নো কারাগারে আটক বন্দীরা প্রাচীরে বিস্ফোরণ ঘটায়। পরে হুড়োহুড়ি করে ভেঙে পড়া প্রাচীর দিয়ে পালিয়ে যায় ৪০ বন্দী। বন্দীদের পলায়নের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশটির কারা নিরাপত্তা নিয়েও বেশ সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কারাগারের বাইরের প্রাচীরে বিস্ফোরণ ঘটে। এরপর বন্দীরা পালানোর চেষ্টা করে।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় কয়েক ঘণ্টার অভিযান চালিয়ে এদের অধিকাংশকে ফের আটক করেছে। এ ঘটনায় দুই বন্দী নিহত হয়েছে।