ব্ল্যাটারকে চ্যালেঞ্জ দিল প্রিন্স আলী
স্পোর্টস ডেস্ক:
ফিফার ভাইস প্রেসিডেন্ট প্রিন্স আলী বিন আল হুসেইন জানিয়েছেন, তিনি ফিফার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন। আগামী ২৯ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফিফার বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। এ নিয়ে তিনি চারবার ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পরবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট হতে হলে তাকে প্রতিদ্বন্দ্বীতা করেই জিততে হবে। প্রিন্স আলী বলেন, ‘আমি ফিফার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বীতা করতে চাই। কারণ, ইতোমধ্যেই প্রশাসনিকভাবে ফিফাকে ঘিরে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। এছাড়াও ফিফার কর্মকর্তাদের বিরুদ্ধে দুনীতির অভিযোগও উঠেছে। তাই সিদ্ধান্ত নিয়েছি, আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বীতা করবো।’ তিনি আরো বলেন, ‘এটা আমার জন্য খুব সহজ সিদ্ধান্ত ছিল না। আমি সহকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি, বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় বিশ্বমানের পরিচালনা পর্ষদ প্রয়োজন এবং সেই সঙ্গে নৈতিকতা, স্বচ্ছতা এবং সুশাসনের মডেল হিসেবে ফিফাকে দাঁড় করানো উচিত।’ উল্লেখ্য, ফিফার ভাইস প্রেসিডেন্ট ছাড়াও প্রিন্স আলী বর্তমানে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন এবং এশিয়ার পশ্চিমাঞ্চলীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন।