বড়াইগ্রামে দুর্নীতি প্রতিরোধ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা শীর্ষক আলোচনা সভা
বড়াইগ্রাম প্রতিনিধি, নাটোর:
নাটোরের বড়াইগ্রামে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা শীর্ষক র্যালি ও আলোচনা সভা গত কাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আ.লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।
এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সহিদুল ইসলাম, আহমেদপুর আজম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসাদ উজ জামান, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুম মুনিরা, আলহাজ্ব আ. মমিন খাঁন।
সভাটি পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী ইমান হোসেন খোকন।