বড়াইগ্রামে শিক্ষা সপ্তাহ উদ্বোধন
বড়াইগ্রাম প্রতিনিধি, নাটোর:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গত বৃহস্পতিবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসাবে এর শুভ উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফুন্নেসা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম, কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুম মনিরা, প্রধান শিক্ষক আবু শামা ও কামাল হোসেন।