Connecting You with the Truth

ভারতের তাগাদা সেই ক্ষতিপূরণের জন্য

স্পোর্টস ডেস্ক:
গত বছর হঠাৎ করে সিরিজের মাঝ পথে দেশে ফিরে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) কাছে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতি পূরণ দাবি করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু তাতে কোনো সাড়া দেয়নি ক্যারিবিয় ক্রিকেট বোর্ড। এজন্য ডব্লিউআইসিবিকে নতুন করে সময়সীমা বেধে দিয়েছে বিসিসিআই। আর আগামী মঙ্গলবারের মধ্যে উত্তর চাওয়া হয়েছে। গেল ২০১৪ সালের অক্টোবরে একটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট ম্যাচ না খেলেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) সঙ্গে বিবাদের জেরে দেশে ফিরে যায় কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোরা। ধর্মশালায় পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচ খেলে দেশের বিমানে ওঠে ক্যারিবিয় ক্রিকেটাররা। ফলে তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণ দাবি করেছিল ভারত। কারণ বাণিজ্যিক দিক দিয়ে ক্ষতিগ্রস্থ হয় তারা।

Comments
Loading...