ভারতে বাস খাদে পড়ে দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু
ভারতের হিমাচল প্রদেশের কিন্নর জেলায় যাত্রীবাহী একটি বাস ২০০ মিটার উঁচু থেকে খাদে পড়ে কমপক্ষে ১৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই কিন্নর ও শিমলা জেলার বাসিন্দা।
কিন্নরের সুপারিনটেনডেন্ট অব পুলিশ রাহুল নাথ স্থানীয় গণমাধ্যমকে জানান, বাসটি রেকঙ্গ পিয়ো থেকে রামপুর শহরের দিকে যাচ্ছিল। পথে নাথপা নামক স্থানের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে অন্য তিনজনের মৃত্যু হয়।
আহতদের ভবনগর এবং রামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলটি হিমাচলের রাজধানী শিমলা থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
বাংলাদেশেরপত্র/এডি/আর