Connecting You with the Truth

ভূরুঙ্গামারীতে বিনামূল্যে পাট বীজ বিতরণ

নাগেশ্বরী প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাট অধিদপ্তর কর্তৃক স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত কাল সকাল ১১টায় সদর ইউপি চত্বরে ভূরুঙ্গামারী সদরের কৃষকদের মাঝে বীজ বিতরণের মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়। উদ্বোধন করেন সদর ইউপি চেয়ারম্যান এ.কে.এম মাহমুদুর রহমান রোজেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, সাংবাদিক মো. যুবরাজ খান, আসাদুজ্জামান খোকন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন তালুকদার, সদর ইউপির মোখলেছুর রহমানসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ। এ সময় সদর ইউনিয়নের ২০০ কৃষকের মাঝে পাট বীজ বিতরণ করা হয়। উৎপাদনে উৎসাহিত করার জন্য উপজেলার অন্য ৯টি ইউনিয়নেও একইভাবে তালিকাভুক্ত কৃষকের মাঝে প্রায় আড়াই কেজি করে বিএডিসির উচ্চ ফলনশীল (উফশী) পাট বীজ বিতরণ করা হবে। চলতি সপ্তাহের মধ্যেই উপজেলার সবকয়টি ইউনিয়ন মিলিয়ে মোট এক হাজার তালিকাভুক্ত কৃষকের মাঝে এই বীজ বিতরণ করা হবে।

Comments
Loading...