Connecting You with the Truth

ভোলায় ৮ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক

ভোলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন থেকে আট কেজি গাঁজাসহ রুবেল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।
গত কাল সকাল সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের শান্তিরহাট এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। রুবেল শান্তিরহাট গ্রামের আলাউদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ভোলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হারুন অর রশিদ জানান, নৌপথে মাদকের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাদক উদ্ধারে সদর উপজেলার শিবপুর ইউনিয়নে অভিযানে যায়।
এ সময় শান্তিরহাট এলাকা থেকে বস্তাভর্তি গাঁজাসহ রুবেলকে আটক করা হয়। অপর বিক্রেতা আলাউদ্দিন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Comments
Loading...