ভ্যাট আদায়ে র্যাবের সহযোগিতার প্রস্তাব নাকচ এনবিআরের
ভ্যাট আদায়ে র্যাবের অভিযান চালানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ভ্যাট আদায়ের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডকে সহযোগিতা করার জন্য র্যাব আগ্রহ প্রকাশ করে প্রস্তাব পাঠায়। পাশাপাশি প্রচলিত ভ্রাম্যমাণ আদালত আইন সংশোধনের প্রস্তাবও দেয় সংস্থাটি। এনবিআর জানায়, ওই প্রস্তাবটি এনবিআর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই ও পর্যালোচনা করে তা গ্রহণযোগ্য এবং বিবেচনাযোগ্য নয় বলে সিদ্ধান্ত নেয়। তাই প্রচলিত পদ্ধতিতেই ভ্যাট আদায় কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে কোনো প্রকার সন্দেহ কিংবা সংশয়ের কোনো অবকাশ নেই বলেও এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে। গত বছরের ২৯ অক্টোবর ভ্যাট ফাঁকি রোধে র্যাব অভিযান চালাতে আগ্রহী উল্লেখ করে এনবিআরকে চিঠি দেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। বুধবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায় ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই। সংবাদ সম্মেলনে বলা হয়, ভ্যাট আদায়ে র্যাবের হস্তক্ষেপ চান না ব্যবসায়ীরা। এতে নতুন করে আতংকের সৃষ্টি করবে।