Connecting You with the Truth

ভ্রাম্যমান আদালত : মাদারীপুরে ১৬ মণ ঝাটকা জব্দ ॥ একজনের কারাদন্ড

court BDPমাদারীপুর প্রতিনিধি ॥

মাদারীপুরে প্রায় ১৬ মণ ঝাটকা (ইলিশ) ও দুটি পিকআপ জব্দ করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় ভ্রাম্যমান আদালত এক মাছ ব্যবসায়িকে ১ বছরের কারাদন্ড দিয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. শফিউর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জাটকা ইলিশ ব্যবসায়ের সাথে জড়িত থাকার অপরাধে আটক রাবেক কাজী (৫০) নামের এক মাছ ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড দেয়া হয়।
দন্ডপ্রাপ্ত বারেক কাজী শরিয়তপুরের ডামুড্যা এলাকার ছিন্টু কাজীর ছেলে।
মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে শহরের চৌরাস্তা এলাকায় দুটি পিকআপে অভিযান চালানো হয়। এ সময় ৪টি ড্রামে ৬৫০ কেজি (সাড়ে ১৬ মণ) জাটকা জব্দ করা হয়। জব্দ করা জাটকাগুলো শহরের বিভিন্ন এমিতখানায় দেয়া হয়।

Comments
Loading...