মঙ্গলবার কুড়িগ্রামে আসছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী
শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বানভাসী মানুষজনের খোঁজ-খবর নিতে কুড়িগ্রামের চিলমারী আসছেন মঙ্গলবার।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা জানান, মাননীয় মন্ত্রী সকাল ৯.৩০ আকাশ পথে চিলমারী আসবেন এবং নৌ-পথে বানভাসী মানুষের খোঁজ নিয়ে বজড়া দিয়ার খাতা এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরন করবেন। বিতরন শেষে গাইবান্ধা সুন্দরগঞ্জ উদ্দ্যেশে রওনা দিবেন।
এদিকে মন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্ত্বাসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করেছেন উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসার কথা শুনে পানিবন্দি মানুষের মাঝে দেখা দিয়েছে আশার আলো।
বাংলাদেশেরপত্র/এডি/আর