Connect with us

ফরিদপুর

মধুখালীতে অগ্নশিখিার বানী র্অচনা ও সাংস্কৃতকি অনুষ্ঠান

Avatar photo

Published

on

3

মধুখালী প্রতনিধি, ফরদিপুর: মধুখালী উপজলোর মগেচামী ইউনয়িনরে গোপনিাথপুর অগ্নশিখিা যুব সংঘরে উদ্দ্যগে শনবিার রাতে বানী র্অচনা ও সাংস্কৃতকি অনুষ্ঠান গোপনিাথপুর সরকারি প্রাথমকি বদ্যিালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠতি হয়ছে। অগ্নশিখিা যুব সংঘরে সভাপতি প্রনব সরকাররে সভাপতত্বিে অনুষ্ঠানে অতথিি হসিবেে উপস্থীত ছলিনে উপজলো আওয়ামীলীগ এর সভাপতি মর্জিা মনরিুজ্জামান বাচ্চু,সাধারন সম্পাদক রজোউল হক বকু,যুগ্ন সাধারন সম্পাদক ও উপজলো যুবলীগরে সভাপতি মো শহদিুল ইসলাম,অনুষ্ঠানে বক্তব্য রাখনে মগেচামী ইউনয়িন আওয়ামীলীগরে সভাপতি মো আবুল কাসমে মৃদ্ধা, সাধারন সম্পাদক প্রভাষ চন্দ্র সরকার,ইউনয়িন যুবলীগরে সভাপতি রঞ্জন কুমার বশ্বিাস, সাধারন সম্পাদক ইরান মৃদ্ধা প্রমুখ। এছারা অনুষ্ঠানে উপস্থীত ছলিনে ইউনয়িন আওয়ামীলীগ এর সনিয়ির সহ- সভাপতি রবন্দ্রিনাথ মজুনদার , যুগ্নসাধারন সম্পাদক মোঃ তারকে শখে , মধুখালী উপজলো ছাত্রলীগ সহ অনান্য নতোর্কমী। আলোচনা শষেে মহিরি সরকাররে পরচিালনায় সাংস্কৃতকি অনুষ্ঠান অনুষ্ঠতি হয়।অনুষ্ঠানে মগেচামী ইউনয়িন সচ্ছো সবেক দলরে সভাপতি জয়চাদ সরকাররে নতেৃত্তে শতাধকি লোক আওয়ামীলীগ এ যোগদান করনে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা বিভাগ

সালথায় অ‌গ্নিকা‌ন্ডে ক্ষ‌তিগ্রস্তদের পা‌শে আতমা হা‌লি‌ম

Avatar photo

Published

on

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
ফরিদপুরের সালথা উপ‌জেলা সদ‌রের মাঠ সালথা এলাকায় গত শুক্রবার (১২ মে) রাত ১০টার দি‌কে আগুনে পুড়ে ক্ষাতগ্রস্থ‌্য হয় এক ম‌হিলাসহ ৩ দিনমজুরের বসতবাড়ি। টের পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সা‌র্ভিস আগুন নিয়ন্ত্রনে আ‌নে। অ‌গ্নিকা‌ন্ডের ঘটনায় আব্বাস আলী, মন্টু শেখ, বিল‌কিস বেগম ক্ষ‌তিগ্রস্থ‌্য হয়। আকা‌শের দি‌কে তা‌কি‌য়ে দেখা ছাড়া আর কোন পথ নেই যেন তা‌দের।

অ‌গ্নিকা‌ন্ডের খবর পে‌য়ে শ‌নিবার (১৩ মে) সকা‌লে ঘটনাস্থ‌লে ছু‌টে যান এবং অসহায়‌দের পা‌শে দা‌ড়ি‌য়ে‌ছেন বি‌শিষ্ট ব‌্যবসায়ী, নি‌বে‌দিত প্রাণ আওয়ামীলীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ফ‌রিদপুর জেলা আওয়ামীলী‌গের উপ‌দেষ্টা সদস‌্য মেজর (অবঃ) আতমা হালিম দুলু।

এসময় মেজর (অবঃ) আতমা হালিম ক্ষ‌তিগ্রস্থ‌্য ৩টি প‌রিবা‌রের মা‌ঝে নতুন ঘর নির্মা‌নের জন‌্য ঢেউ‌টিন, তাৎখনিক রান্না ক‌রে খাওয়ার জন‌্য চাল, ডাল, তেল, ও নগদ অর্থ বিতরণ ক‌রেন। এরপর তি‌নি স্থানীয় আওয়ীমীলীগ ও এর অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃ‌ন্দের সা‌থে শু‌ভেচ্ছা বিনিময় ক‌রেন ও খোজ খবর নেন।

এসময় মেজর (অবঃ) আতমা হালিম ব‌লেন, আ‌মার এলাকার সাধারণ মানুষ কষ্টে থাক‌বে আর আ‌মি আন‌ন্দে থাক‌বো তা হ‌বে না। আমার সাধ‌্যমত অ‌গ্নিকা‌ন্ডে ক্ষ‌তিগ্রস্থ‌্য প‌রিবা‌রের পা‌শে দা‌ড়ি‌য়ে‌ছি। সমা‌জে আপনারা যারা বিত্তবান আ‌ছেন তাড়াও কিছু ক‌রেন। অসহায় মানু‌ষের জন‌্য সাহায‌্য সহ‌যো‌গিতা অব‌্যাহত থাক‌বে। তি‌নি আরও ব‌লেন, আপনারা জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌ন ও তার প‌রিবা‌রের জন‌্য দোয়া কর‌বেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে বাংলা‌দেশ এখন উন্নয়‌নের মহাসড়‌কে। আসন্ন সংসদ নির্বাচ‌নে আপনারা উন্নয়‌নের মার্কা নৌকায় ভোট দি‌য়ে উন্নয়‌নের ধারা কে অব‌্যাহত রাখ‌বেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান মোঃ ও‌হিদুজ্জামান, ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান (লুলু), রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন,

ডাঙ্গী ইউনিয়ন আওয়ামীলী‌গের সা‌বেক সভাপ‌তি আঃ কা‌দের মাতুব্বর, নগরকান্দা পৌরসভার ওয়ার্ড ক‌মিশনার কাউসার হো‌সেন, রামকান্তপুর ইউ‌পি সদস‌্য সৈয়দ মাতুব্বর, ক‌বির হো‌সেন খান, আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান, যুবলীগ নেতা রাসেল খাঁন প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যাক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

Continue Reading

দেশজুড়ে

১৫ বছর ধরে শিকলবন্দি রবিউলের দ্বায়িত্ব নিলো বোয়ালমারী থানা পুলিশ

Avatar photo

Published

on

বিডিপি ডেস্ক:
সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া ১৫ বছর ধরে মাটির গর্তে শিকলবন্দি থাকা রবিউল মোল্যাসহ তার পরিবারের খোঁজ খবর নিলো ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান (বিপিএম সেবা) এর নির্দেশে বোয়ালমারী থানা পুলিশ। একই সাথে তার চিকিৎসার সমস্ত দায়ভার নিল জেলা পুলিশ সুপার ও বোয়ালমারী থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ নুরুল আলম।

শনিবার (৩১ জুলাই) দুপুর ২ টার সময়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম অসুস্থ রবিউল মোল্যার বাড়িতে গিয়ে উপস্থিত হন এবং যাবতীয় খোঁজ খবর নেন।

ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের পশ্চিম চরবর্ণি গ্রামের ৩৫ বছর বয়সী মো. রবিউল মোল্যা নামে এক ব্যক্তির সাথে। সরেজমিনে গিয়ে জানা যায়, সে দীর্ঘ ‘১৫ বছর’ ধরে মাটির গর্তে শিকলবন্দি রয়েছেন। গত ছয়-সাত বছর আগে একবার জ্বর হয় তার। জ্বর হওয়ার পরে হঠাৎ করেই তার শরীরের হাত-পা শুকিয়ে যেতে থাকে। পরে রবিউল অসুস্থ হয়ে যান।

অসুস্থ রবিউলের মা বলেন, ওর বাবা ভ্যান চালিয়ে সংসার চালান। তিন ভাইয়ের মধ্যে রবিউল মোল্যা সংসারের বড় ছেলে। উন্নত চিকিৎসার ব্যবস্থা করার সামর্থ্য নেই; তাই আমাদের সাধ্যমত রবিউলকে ডাক্তার-কবিরাজ দেখাই। তারপরেও রবিউল সুস্থ বা স্বাভাবিক হয়নি। ওর শরীরে শীত-গরম বলতে কোনো অনুভূতি নেই। রবিউলের মা আরো বলেন, ওকে ছেড়ে দিলে যেখানে সেখানে চলে যায় বলে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। মাটির গর্তে রাখার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রবিউলকে যে ঘরে শিকলবন্দি করে রাখা হয়েছে সেই ঘরের মাটির মেঝে হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে নিজেই তৈরি করেছে এই বিশাল গর্ত।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে মানবিক ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলীমুজ্জামান (বিপিএম সেবা) ও আমাদের নজরে এই ঘটনা আসে। তারপর আমরা পুলিশ সুপারের নির্দেশে রবিউলসহ তার পরিবারের খোঁজ খবর নিয়েছি এবং পুলিশের পক্ষ থেকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছি। এছাড়া রবিউলকে উন্নত চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।

Continue Reading

দেশজুড়ে

বোয়ালমারীতে আন্তজেলা ডাকাত দলের এক সদস্য গ্রেপ্তার

Avatar photo

Published

on

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামের বাসিন্দা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য রমজান শিকদার ওরফে রমজান ডাকাতকে (৪৪) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে স্থানীয় থানা পুলিশ।

বোয়ালমারী থানায় দশের অধিক মামলার আসামি হিসেবে সে পলাতক ছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোলনা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই গ্রামের ছিরু সিকদারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ রাতে উপজেলার বাইখির এলাকায় যতিন বিশ্বাসের মেহগনি বাগানে ডাকাতির উদ্দেশ্যে এক দল ডাকাত জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ওই বাগানে অভিযান চালায় কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে। ১৭ মার্চ এসআই সাহাদত হোসেন বাদি হয়ে থানায় ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করেন। মামলা নং ৯। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রমজান শিকদারকে জেলহাজতে পাঠানো হয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, রমজান আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য সে একজন খুবই বাজে লোক। ডাকাতির পাশপাশি মাদকসহ আরও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বোয়ালমারী থানায় দশের অধিক মামলা রয়েছে। আশপাশের থানাগুলোতেও মামলা রয়েছে। সে দীর্ঘ দিন পলাতক ছিল কিন্তু আইন শৃংখলা বাহিনী তার উপর নজর রাখছিল। এলাকায় ঢোকামাত্রই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে চালান করা হয়েছে বলেও জানান তিনি।

 

Continue Reading