মহেশপুরে লাগামহীন গোশতের মূল্য, প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন
মহেশপুর প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সর্বত্র মাংসের মূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়েছে। এক শ্রেণির অসাধু গোশত ব্যবসায়ী সিন্ডিকেট প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে মাংসের দাম। অথচ এ নিয়ে প্রশাসন ও কর্তৃপক্ষের কোন নজরদারি নেই। যার ফলে ক্রেতা সাধারণ পড়েছে বেকায়দায়। হিমসিম খেতে হচ্ছে গোশত কিনতে।
ভুক্তভোগীদের অভিযোগ এবং সরেজমিনে ঘুরে দেখা যায়, গরুর গোশত বিক্রি করা হচ্ছে প্রতি কেজি ৩৫০ থেকে ৩৮০ টাকা দরে এবং খাসির গোশত ৫৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে। কিন্তু সরকার নির্ধারিত মূল্য গরুর গোশত ২৭৫ টাকা ও খাসির গোশত ৪২৫ টাকা কেজি দরে বিক্রি করতে হবে। অথচ মহেশপুরের গোশতব্যবসায়ীরা তা মানছেন না। গোশতের এই অস্বাভবিক মূল্য বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতারা বলেন, ভারত থেকে গরু না আসায় আমরা বেশি দামে দেশি গরু ক্রয় করছি, সে জন্য গোশতের দাম বেশি নিচ্ছি।
এভাবে নানা অজুহাত দেখিয়ে লাগামহীনভাবে গোশতের দাম বাড়িয়ে চলেছে গোশতব্যবসায়ী সিন্ডিকেট।
গোশতের দোকানগুলোতে নিুমানের গরু-ছাগল ও বেশি দামে ব্যবসায়ীরা বিক্রি করছে দেদারসে। গোশতের এই অস্বাভবিকমূল্য বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী ক্রেতারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন।