Connect with us

দেশজুড়ে

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী øান উৎসব

Published

on

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের ত্রি-ধারায় সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী øান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
চৈত্র মাসের শুকলো পক্ষের অষ্টম তিথীতে প্রতি বছরের ন্যায় শুক্রবার ব্রহ্মপুত্র নদের পুটিমারী কাজলডাঙ্গা ঘাটে øান উৎসব অনুষ্ঠিত হয়।
øান উৎসবের শুভ লগ্ন সকাল ৫টা ৪৯ মিনিট ৮ সেকেন্ড থেকে সূর্যাস্ত পর্যন্ত চলে।
পাপ মোচনের আশায় বৃহত্তর রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষাধিক পুণ্যার্থী øান উৎসবে অংশ নেয়। এ উপলক্ষে ব্রহ্মপুত্রের তীরে এক কিলোমিটারব্যাপী বসে অষ্টমী মেলা।
নির্বিঘেœ অষ্টমী øান সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এ ব্যাপারে চিলমারী থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, চিলমারীর ব্রহ্মপুত্র নদের øান উৎসব যেহেতু উত্তর বঙ্গের সবচেয়ে বড় øান উৎসব তাই এখানে প্রতিবছরই প্রচুর লোকের সমাগম হয়। আমরা পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে øান উৎসব নির্বিঘেœ সম্পন্ন করতে সকল রকমের পদক্ষেপ গ্রহণ করেছি।
এছাড়াও কুড়িগ্রাম সদর ধরলার নদীর ঘাট ও নাগেশ্বরীর নুন খাওয়াসহ ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে øান উৎসব অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, রাজা পরশুরাম ব্রহ্মপুত্র নদে ত্রি-মোহনায় øান করে মাতৃহত্যার পাপ মোচন করেছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *