Connecting You with the Truth

মাদার তেরেসার লক্ষ্যই ছিল ‘খ্রিস্টান’ করা: সঙ্ঘ

image_118805_0আন্তর্জাতিক ডেস্ক:

আর্তের সেবায় তার নিরলস আত্মত্যাগের কথা প্রায় কিংবদন্তীতে পরিণত। তার প্রেমাস্পর্শে ধন্য সমাজে ব্রাত্য অজস্র দীনজন, গুণমুগ্ধ নোবেল কমিটি থেকে ভ্যাটিকান। এহেন মাদার তেরেসাকে শেষে ধর্মান্তকরণের ধ্বজাধারী বলে চিনতে পারলেন ভারতের কট্টর হিন্দুবাদী রাষ্ট্রীয় সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত! “পীড়িত, দরিদ্র, অসহায় মানুষের সেবা ছলমাত্র। আসলে এসবের আড়ালে মাদার তেরেসার উদ্দেশ্য ছিল পরিস্থিতির সুযোগ নিয়ে ধর্মান্তকরণ করা। উপকৃতদের যত তাড়াতাড়ি সম্ভব খ্রিস্টধর্মে দীক্ষিত করতেই করুণাময়ীর ভেক ধরেছিলেন তিনি।” সোমবার রাজস্থানের ভরতপুর থেকে ৮ কিলোমিটার দূরের বজহেরা গ্রামে এক জনসভায় এই মন্তব্য করেছেন মোহন ভাগবত। কিন্তু সব ছেড়ে হঠাৎ তেরেসাকে নিয়ে কেন পড়ল আরএসএস? এদিন ওই গ্রামের এক এনজিও-র অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ভাগবত জানিয়েছেন, সেবা অতি মহান কর্ম। কিন্তু ধর্মান্তকরণের উদ্দেশে তা করলে বিষয়টি কলুষিত হয়ে পড়ে। উদাহরণ দিতে গিয়েই এর পর অতর্কিতে মাদারের প্রসঙ্গ টেনে আনেন তিনি। এদিন মোহন ভাগবত বলেন, ‘মাদার তেরেসার সেবামূলক কাজ ভালো ছিল। কিন্তু ওনার মূল লক্ষ্য ছিল উপকৃত ব্যক্তির খ্রিস্টধর্মে ধর্মান্তকরণ।’ সেই সঙ্গে মাদারের সঙ্গে তুলনা টেনে তিনি জানান, ‘কিন্তু এখানে (অর্থাৎ এনজিও-র ক্ষেত্রে) দরিদ্র ও অসহায় মানুষের সেবাই একমাত্র উদ্দেশ্য।’

Comments
Loading...