Connecting You with the Truth

মানব কল্যাণে শত শত ব্যাগ রক্ত স্বেচ্ছায় দান

ভ্রাম্যমাণ প্রতিনিধি, লক্ষ্মীপুর:
মানব কল্যাণে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন লক্ষ্মীপুর লাইফ ফ্রেন্ডস ফোরাম। অসহায় নিরীহ মানুষকে সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার পাশাপাশি শত শত ব্যাগ রক্ত বিপদে পড়া গরিব মানুষদেরকে স্বেচ্ছায় দান করলেন সংগঠনটি।
সংগঠন সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর শহরের ফায়ার সার্ভিস এলাকায় স্থানীয় কিছু যুবক আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার লক্ষ্যে ২০০৮ সালের পহেলা ডিসেম্বর প্রতিষ্ঠা করেন লাইফ ফ্রেন্ডস ফোরাম নামে সংগঠনটি। বর্তমানে পুরো লক্ষ্মীপুর জেলা জুড়ে যার বিস্তার লাভ করেছে। সংগঠন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত স্বেচ্ছায় ৭১৫ ব্যাগ রক্ত স্বেচ্ছায় দানসহ নানা রকম সামাজিক কাজ করেন তারা।
এ ব্যাপারে লাইফ ফ্রেন্ডস ফোরামের পরিচালক মো. রাকিব পাটোয়ারীর সাথে কথা বললে তিনি সাংবাদিকদের জানান, আমরা গরিব মানুষদের স্বেচ্ছায় রক্তদান, সমাজে বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং বিরোধী কার্যক্রম করে যাচ্ছি। সংগঠনের সভাপতি মো. শাহ্ নেত্তয়াজ হীরা বলেন, সমাজের অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা ও সেবামূলক কার্যক্রমই আমাদের মূল লক্ষ্য।

Comments
Loading...