মিথিলা নতুন ভিট টপ মডেল
বিনোদন ডেস্ক:
ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় মুকুট জিতলেন গাজীপুরের মেয়ে সুমাইয়া আঞ্জুম মিথিলা। পুরস্কার হিসেবে গাজীপুরের এই মেয়ে পাচ্ছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ছবিতে অভিনয় করা ও ভিট সামগ্রীর মডেল হওয়ার সুযোগ। এ ছাড়া পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। ২৩ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে তারকাদের পাশাপাশি প্রতিযোগিতার শীর্ষ ১৫ জন তরুণী নানা পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ঢাকার সামিয়া ইসলাম লামিয়া। ৩ লাখ টাকা পুরস্কারের পাশাপাশি তিনি পাবেন ১০টি টেলিছবি এবং ১০টি নাটকে অভিনয়ের সুযোগ। দ্বিতীয় রানারআপ ঢাকার জান্নাতুন নূর মুন ২ লাখ টাকা পুরস্কারের পাশাপাশি ৫টি টেলিছবি এবং ৫টি নাটকে অভিনয়ের সুযোগ পাবেন। মিস ভিট কনজেনিয়ালিটি, মিস ভিট বিউটি ফুলস্কিন এবং মিস ভিট বিউটিফুল স্মাইল বিজয়ীরা পেয়েছেন ১লাখ টাকা করে পুরস্কার।